আলোকের পূর্ণ ছবি, আর কত কাল রবে দূরে । আমি যে রয়েছি পড়ে, যে তিমিরে সে তিমিরে । কি কৌশল করেছো বিধি, মাঝখানেতে ভবনদী, ওপার তুমি এপার আমি, নয়ন ঢাকা শিশিরে । হাসে রবি হৃদাকাশে, উজলিয়া দশদিশে, অন্তরে বাহিরে হেরি, কেবলি নাথ তোমারে ।।