মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৯

থাকলে সে তো ডাকলে দেখা দিত আমারে ।
নাই বলে সে মোর মনে হয়, যে যত কয় ধাধায় পড়ে ।।
যে যত করতেছে গণ্য, সবার মান্য ভিন্ন ভিন্ন,
বিচার করে পাপ পূণ্য, অরণ্যে ভ্রমণ করে ।
ছিলি শূণ্য হবি শূণ্য, মিছে দুই চার দিনের জন্য,
হিসাব করে পাপ পূণ্য স্বভাবে ঠেকেছো ফেরে ।
ভাবছো বসে তুমি তুমি, আমি ভিন্ন কই বা তুমি,
আমার আমি সেও তুমি, তুমি বলে কে কয় কারে ।
স্বভাব ছাড়ো স্ব-ভাব ধরো, আমার আমি নির্দেশ করো,
সাধন সিদ্ধি এই তোমার, আর যত বিপাকে ঘুরে ।।