মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৫

শোন বলি বাউলের মন, চেতরে বাউলের মন ।
দেখে ধান্দাবাজী, হয়ে রাজী, কারসাজি কর বারণ ।।
ঘোড়ারে লাগায়ে জিন, চোরায় দৌড়ায় রাত্র দিন
দিনে দিন ফুরালো দিন, এক দুই তিন করে গনন ।
বদরঙ্গে হয়ে বেদিশে, বিন্তি কাবার দিলি দশে
ফাক্কা রঙ্গে অবশেষে হবেনা তোর খেলা রাখন ।
দুগ্ধের সর গাভীতে খায়, একবার খেয়ে আবার চায়
সাপ দেখিয়ে ময়ূর পলায়, ভেকে চায় করিতে ভক্ষণ ।
লাল ডিঙ্গি নঙ্গর করে, ঘোড়ার পিঠে বস চড়ে
অনুরাগের বলগা ধরে, রুপের ঘরে রাখ নয়ন ।
রেকাবীতে ঠিক রেখে পাও, মন তুমি ঘোড়া দৌড়াও
যথা ইচ্ছা তথায় যাও, পাছে আছে মনোমোহন ।।