ডাক দেখিরে ডাকার মতো । ডাকতে জানলে ডাক ফুরাবে প্রাণ জুড়াবে হলে রত । ডাকিসনা তায় ফাঁকা স্বরে ডাক দেখিরে প্রাণ ভরে রইতে কি সে পারবে দূরে দেখবি রে তার দয়া কত । প্রাণেতে মিশায়ে প্রাণ কাতরে কর আহবান উদয় হবে চৈতন্য চাঁদ মনোমোহন তার অনুগত ।।