মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৮৭

হৃদ কদম্ব তরুপরে
বাসা করে মন বিহঙ্গ, ব্রহ্ম নাম গাও রে ।
চিচিকি চিচিকি চাক, চরণে মজিয়া থাক ।
তনে মনে মিশায়ে বাক, অবাক হয়ে রওরে ।
তৎসৎ ব্রহ্মরসে, পিয়রে পাখি হরষে
চেয়ে থাক অনিমিষে, আবেশিত কলেবরে ।।