ধন্য ধন্য দয়াময় নাম, শ্রী আনন্দ অবতারে ।
সর্ব্বধর্ম্ম সমন্বয়ে জীবন্মুক্তি এলো দ্বারে ।
অন্য যত অবতারে
কাহারে কাহারে তারে
ধন্য দয়াল অবতারে, যারে তারে, তারে তারে ।
পড়িয়ে ভবপাথারে
হেলায়ে ডাকিলে তারে
মিলয়ে মমতা করে, ত্বরায়ে তারিতে তারে ।
যে ভাবে যে ভাবে তারে
সে ভাবে সে পাবে তারে
কেহ যারে নাহি তারে, সে তাহারে তারে তারে ।
মোহ মৃত্যূ ব্যাধি ঘোরে
দয়াময় নামে তারে
চিদানন্দ সিন্ধুনীরে, প্রেমানন্দ কেলি করে ।
মনোমোহন মন তারে
নিয়ত ভাবিছে তাঁরে
অযাচিত হৃদিদ্বারে, করুণা দেখি কাতরে ।।