মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৩৩

তুমি বেদাতীত মায়াতীত, সে কথা আর জানতে চাইনা ।
শুধু ডাকতে চাই মা মা মা বলে, দেখতে চাই চরণ দুখানা ।
মাগো সপ্তদশ বর্ষাবধি, পড়লেম কত বেদ বিধি
কিছুতে না পেলাম বিধি, নিরবধি ভেবে শ্যামা ।
মাগো, আমি তুমি বুঝলাম জ্ঞানে, দেখলাম জ্যোতি যোগধ্যানে
তৃপ্তি নাহি হলো মনে, অবোধ প্রাণে বুঝ তো মানলো না ।
মা, তোমারে জানতে গিয়ে, কান্দলেম কত আকুল হয়ে
কত আছাড় খেলাম ধেয়ে ধেয়ে, প্রাণ দিয়েও ত্রাণ পেলাম না ।
মাগো, করাইলি বিষপান, আরো কত অসম্মান
তবু নাহি গেলো প্রাণ, মনের আশা ফুরাইলো না ।
মাগো, মত্ত হয়ে অনুরাগে, মাতাইলাম হাকে ডাকে
কোল দিলাম মা যাকে তাকে, কেউ আমাকে চাহিলো না ।
পাইয়ে এত লাঞ্ছনা, তবু তো প্রাণ ফিরিলো না
আর জানি কি আছে গো মা, ভেবে আকুল পাগল মনা ।।