বিলাসিতা লয় কর অবিলাস ভাব মনে
কোলে থেকে চেয়ে থাকি, অনিমেষে তোমার পানে ।
ইন্দ্রিয় সেবাতে আন, অতীন্দ্রিয় রুপ ধ্যান
মনে পূর্ণ বল দিয়ে সারবত্তা এ জীবনে ।
শুদ্ধ প্রেমে সিদ্ধিদান, কর দিয়ে পূর্ণ জ্ঞান
ভুলায়ে রেখোনা আর, মমতাদি অভিমানে ।
তুমি আছো প্রেমসিন্ধু, হৃদয় গগনে ইন্দু
দান করিয়ে বিন্দু বিন্দু, প্রেম কর সম্মিলনে ।।