মনে মুখে আলাপ করে, অতি গোপনে ।
পাড়ার লোকে শুনলে পাছে লজ্জা দুজনে ।
মুখে কয় হরি হরি, মনে চায় বাবুগিরি
বাকসো ভরা টাকা কড়ি, জমিদারী কিনে ।
মুখে কয় সন্ধ্যা নামাজ, মনে কয় সহেনা ব্যাজ
কত কাজ ধরি ব্যাজ, ভাবে সন্ধানে
মুখে সত্য সরলতা, মনেতে কপট গাঁথা
ভিতরে কালী উপরে সাদা, দেখি নয়নে ।
প্রকাশিয়ে গৃহ ছিদ্র, মনোমোহন হয় অভদ্র
মনে মুখে হয় একত্র, তত্র হরি দেখ ধ্যানে ।।