ওহে আমার প্রাণের হরি, এই করে দাও আমারে ।
হৃদয়ে তোমারে দেখি, হরষিত হয়ে থাকি
হয়ে গিয়ে মাখামাখি, আনন্দ ভরে ।
তুমি আমার প্রাণে প্রাণে, মিশে যাও শুদ্ধ মিলনে
কাজ নাই আমার তুচ্ছ ধনে, পাইলে তোমারে ।
সবখানা মন কুড়াইয়ে, তোমার শ্রীপদে দিয়ে
মনোমোহন নিশ্চিন্ত হয়ে, থাকুক অন্তরে ।।