মন যাবি যদি মায়ের কোলে ।
সরল মনের গরল অংশ, বেছে বেছে দে না ফেলে ।
কাম ক্রোধ পশুগুলি, মায়ের নামে দে না বলি,
মনপ্রাণ দেহ ঢালি, পিয় মধু তত্ব ফুলে ।
আমার আমার আমি বা কার, চিন্তা কর তাই অনিবার,
ফাঁক দিওনা লাগ পাবে তার, ডাক দিও ভাই মা মা বলে ।
মনোমোহনের মন পাজী, আসল কাজে হয়না রাজী,
হাল ছাড়িয়ে দিলে মাঝি, পাক ফিরে নাও ঢেউয়ের জলে ।।