মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪০৯

মূলাধারে সদায় স্থিতি, সহস্রারে করে গতি
অনাহত বাণীর প্রকাশ ।
দ্বিদলেতে ফোটে জ্যোতি, ষড়দলে কামরতি
আসক্তি ভোগ বিলাস ।
ষোল দরে স্বরগ্রাম, অবিরাম জপে নাম
মেরু মধ্যে আছে মৃণালিনী ।
অর্ধচন্দ্র মধ্যে বিন্দু, আহলাদিনী প্রেমসিন্ধু
কেলি করে আনন্দদায়িনী ।
ভক্তি সাধ্য চিন্তামণি, যোগেতে জাগে যোগিনী
সাধকের চিত্ত তমো নাশে ।
যোগে হলে যোগাযোগ, তার খোলে প্রেমমুখ
আপনি হাসায়ে তব হাস ।
সে হাসিতে রবি শশী, একত্রে হয় মেশামিশি
পূর্ণমাসী সুধা বৃষ্টি করে ।
আস্বাদনে সে অমৃত, মৃত দেহ হয় জীবিত
জীবন্মুক্ত এ ভব সংসারে ।।