আমার মন পাখি মিশিতে চায়, যেয়ে ঐসব পাখির দলে ।
যেসব পাখি ফাঁকি দিয়ে, ঘুরে বেড়ায় বন জঙ্গলে ।।
কত করে করি রে মানা, পাখিরে বাসা ছেড়োনা,
সে আমার কথা শুনেনা, তার সনে পারিনা বলে ।
শিকলি কেটে ময়না টিয়া, অই সব পাখির দলে গিয়া,
আবোল তাবোল বোল বলিয়া, হারা হতে চায় মূলে ।
হারে রে জঙ্গলা পাখি, আর তুমি দিও না ফাঁকি,
মনোমোহনের মন আঁখি, কেমনে রাখি উলটা চলে ।।