দেখি দেখি হৃদিমাঝে অমনি লুকায়ে যায় । হাসি হাসি শশীমুখী মুখখানা ঢাকে ঘোমটায় । ছলিতে নিজ কোঙরে, কতই চাতুরী করে হারাইয়া ডাকি ফিরে, করজোড়ে আয় আয় । কখন কখন মনে করি, সে কি আমার আমি তারই কেন বা এত চাতুরী, মনোমোহন নিরুপায় ।।