মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৭২

পান তামাকে দুইজনাতে বিবাদ হয় ।
দেখে সব রাজা প্রজা শুনতে এলো সমুদয় ।
পানে কয় তামাকের পোয়া, তুই তো কেবল ধুয়া ধুয়া
আমি আসল তুমি জুয়া, বৃথা করিস অর্থ ব্যায় ।
আছে তোমার যত ভক্ত, কাশতে কাশতে চক্ষু রক্ত
আমাতে যে অনুরক্ত, ঠোট দুখানা লাল হায় ।
কাছে ছিলো গাজার কল্কি, ভারি রাগ তার শুনে কয় কি
মুখ সামলায়ে বলিস সখী, করবো নইলে বিপর্যয় ।
তামাকে কয় বটেলা বটে, মানুষগুলো খেটে খেটে
শ্রান্ত হয়ে ধূলার চোটে, শান্তি লাভে সে সময় ।
গাঁজা কয় আমি তো মজা, লোকের বুদ্ধি করি তাজা
পানে কয় পশ্চাতে সাজা, রক্তস্রাবে মৃত্যূ হয় ।
আমি পান সকলের মনে, স্ফূর্তি দেই রাত্র দিনে
দেবতারাও আমায় মানে, ইতিহাসে ডেকে কয় ।
পান তামাকের দেখে দ্বন্দ্ব, মনোমোহন কয় কর বন্ধ
কলির জীবে দুই ই সমান, গাঁজা কিন্তু ভালো নয় ।।