আগে যদি জানতে তুমি, কান্দতে হবে কাঁদালে
অসময়ে বাজায়ে বাঁশি, কেন এ প্রাণ জাগাইলে ।
জাগায়ে জাগিলে হরি, কেমনে থাকি পাশরি
মধুর মধু মাধুরী, হৃদয়ে মাখিয়ে দিলে ।
ধরা দিয়ে দাওনা ধরা, তাইতে কেন্দে হলেম সারা
লুকোচুরি খেলা করা, স্বভাব না যায় কোনো কালে ।
কান্দাইতে ভালবাসো, কান্দায়ে আড়ালে হাসো
কান্দাইলে কাঁদিতে হবে, কি হবে আর লুকালে ।
পরশে সরস মন, চায় তোমায় অনুক্ষণ
মুগ্ধ মনোমোহন, বান্ধা আছে পদতলে ।।