মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৭৫

কোথাও যাইনি আমি তোদেরে ছেড়ে ।
আমি হারা হয়ে কভু তোরা আমায় ভুলিসনা রে ।
দূরে নহি কাছে কাছে, আছি সদা পাছে পাছে
সমাধি লয়েছি আমি তোমাদেরই হৃদমাঝারে ।
জগতজন তারিতে, এসেছিনু অবনীতে
তাই দিয়াছি নামসুধা, অবিরত মুক্ত করে ।
নাম যেখানে আমি তথা, নামের সনে আছি গাঁথা
ডাকবি যখন দেখবি তখন, অভয় দিবো অন্তরে ।
আমি আলো তোর ছায়া, তোদের সনে এক কায়া
আড়াল থেকে ভাবছি বসে, নিয়ত মঙ্গল তরে ।
আশা পেয়ে অনুক্ষণ, কহিছে মনোমোহন
বিরহ মিলনে লয়, হয়ে যাবে সত্বরে ।।