মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৫৭

নামের এমনি নেশা, হারায়ে দিশা, বিষামৃত এক করে ।
মদ না খেয়ে মাতাল হয়ে, নাচে সবায় প্রেমভরে ।
নামে জ্ঞান থাকেনা ছোট বড়, আমি তুমি আপনা পর
গুরু শিষ্য রাজা প্রজা, এক তরঙ্গে ভেসে যায় রে ।
নামে নাই কোনো বিচার, হরি মামুদ একাকার
নামে আপনি এসে প্রেম উথলে, সবার প্রাণে একবারে ।
নামে ফোটে আঁখি ছোটে ধারা, লুটে মধু সাধু যারা
মত্ত হয়ে মন ভ্রমরা, হরিগুন গুনগান করে ।।