প্রাণ ছুটে প্রাণ ধরে আনে, প্রাণের কাছে দিতে প্রাণ ।
প্রাণে প্রাণ না মিশিলে, হয় কি কভু প্রাণ জুড়ান ।
প্রাণে প্রাণে মেশামিশি, ক্ষণে কান্না ক্ষণে হাসি
তাইতো বড় ভালবাসি, সজল হাসি বয়ান ।
মেঘেতে বিজলী খেলে, পুলকে প্রাণ উথলে
তাইতে মনো প্রাণ খুলে, ধরিতে চাহে পরাণ ।।