মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২২৬

এপার থেকে জানতে চায় মন, ও পারের খবর ।
কি ছিলাম কি হবো শেষে, মরণের পর ।
যাদেরে আদর্শ মানে, বাইবেলে বেদে কোরাণে
যার যার ভাবে তারা টানে, না মানে একে অপর ।
পুরাণে কয় জন্ম মৃত্যু, কর্মই তাহার হেতু
কর্মফলে সঙ্গে চলে, নাহি পায় অবসর ।
বাইবেলে কোরাণে তার, এক দিনে করে বিচার
বেহেস্ত দোজখ যেতে হবে, কেয়ামতের পর ।
কৃষ্ণভক্ত ব্রজবাসী, শিবভক্ত কৈলাশ কাশী
হরিনামে বৈকুণ্ঠধাম, বৌদ্ধ পরাৎপর ।
যোগী কয় যোগেতে বসি, তারি সঙ্গে যাবো মিশি
দ্বৈতবাদী বলে হাসি, হবো তারি অনুচর ।
কেহ বা ভাবে গোলক, চন্দ্র সূর্য গ্রহলোক
দেব লোক ভেবে শোক, নিবারে কার অন্তর ।
কেহ কয় জন্ম একবার, কেহ লক্ষ কোটি কয় বার
আসা যাওয়া ভ্রমিতে হয়, নানা যোনি নিরন্তর ।
লিঙ্গ দেহ মুক্তি তরে, কেহ পিণ্ড দান করে
মনোমোহন কয় ভেবে দেখ, নহে অগোচর ।
এক যদি হয় সবার গোড়ে, সবাই যদি স্বীকার করে
আদি অন্ত একই তবে, নাহি হবে স্বতন্তর ।
মাটি দিয়ে কুম্ভকারে, ঘট আদি যত গড়ে
এক হয়ে যায় ভাঙ্গলে পরে, নয়ন গোচর ।
অখণ্ড মণ্ডলাকারে, যে নিত্য সে লীলা করে
লীলা নিত্য এক করে, সাধক হয় অমর ।।