পূর্ণ প্রকটিত হরিনাম, হলো দয়াময় সাধনে । রাম নরসিংহ মৎস্য কুর্ম কৃষ্ণ বরাহ বামনে । অতি আলোকিত চিত, বুদ্ধ চৈতন্য সহিত শিবশক্তি সমাহিত, বিভূতি শ্বেত বরণে । উপদেষ্টা গুরুভাব, পাইলো দেখ মানব পুলকে পূরিত চিত, অভিনব ভাব দর্শনে ।।