মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৮৯

তোমারই সৃজিত বিশ্ব, তোমাতেই হবে লয় ।
স্থূলরুপে পল্লবিত, ইথে কি আছে সংশয় ।
প্রস্ফূটিত এ সংসার, আদি অন্ত অন্ধকার,
অব্যক্ত বিচিত্র খেলা, বিভূতি হে বিশ্বময় ।
কে বুঝে নিগূঢ় মর্ম, সর্বং খলু ইদং ব্রহ্ম,
বিশ্বব্যাপী সত্বা তব, এক শক্তি জ্যোতির্ময় ।
তোমাতেই আমি আছি, আমি তুমি মিছামিছি,
আমি যে তোমারই নাথ, তুমি নাথ আমিময় ।।