মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৮৯

পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা ।
দিল দরিয়ায় ডুব দিয়ে দেখ, পাগল বিনে ভালো কেটা ।
কেউবা ধনে কেউবা মানে, কেউ পাগল অভাবের টানে
কেউবা পাগল ঘরের কোণে, ভেবে মনে এইটা ঐটা ।
কেউবা রুপে কেউবা রসে, কেহ পাগল ভালবেসে
কেউবা পাগল কান্দে হাসে, ঐ পাগলামীর বড় ঘটা ।
সবে বলে পাগল পাগল, পাগলামী কি গাছের ফল
তুচ্ছ করি আসল নকল, সমান সকল তিতা মিঠা ।
যার হয়েছে সে আসল পাগল, তা বিনে আর নকল সকল
কলের বেকল ঘুরছে কেবল, বেঁধে জটা দিয়ে ফোটা ।
হতে গিয়ে ঐ সে পাগল, মনোমোহনের গেছে সকল
বাকী আছে গাছের বাকল, ছেলের হাতে খেতে ইটা ।
তবু যদি ভাগ্যফলে, দয়া করে সেই পাগলে
ফাঁকি দিতে পারি কালে, নইলে কেবল মাথা কোটা ।।