মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৮৯

অকূলে ভাসে তরী, গেছে বেলা ।
আকাশের কালো মেঘ, বাতাসে করে খেলা ।
আসে আঁধার ঘিরে
হেলে দুলে আলোক যেতেছে সরে
ঐ হেরো ধীরে ধীরে
ওগো, গম্ভীর গরজনে তরঙ্গ আসিছে ধেয়ে, সুদুর বেলা ।।