মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩০৯

নীরব নিশিথে আজি মনপ্রাণ খুলে ।
ডাকিবো মনের সাধে জননী গো, মা মা বলে ।
চারিদিকে অন্ধকার দৃষ্টি নাহি চলে আর
আঁধার রুপিনী শ্যামা তুলে নে, তুলে নে কোলে ।
অবোধ সন্তান মোরা, কান্দি হয়ে পথহারা
কোলে তুলে নে মা কালী, কোলে কোলে কোলে ।।