মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২১৪

দূর বটেনা পর বটে সে, আপন ঘরের আপন সাঁই ।
তার আমার সন্ধান জেনে, সন্ধ্যা পূজা ছেড়েছি তাই ।
যখনে থাকি যে কাজে, সে থাকে মোর কাছে কাছে
তার জন্য কি বয়ে গেছে, সাধাসাধি করতে যাই ।
ভালো কি বাসেনা মোরে, তন্ত্র মন্ত্র কবজ করে
বাধ্য করতে হবে তারে, ছি ছি লাজে মরে যাই ।
সোহাগে আনন্দ হয়ে, ঘর করতেছে আমায় লয়ে
রাজি কি বেরাজি হক, তার জন্য ভাবনা নাই ।
এ ব্রহ্মাণ্ড ভোজের বাজি, আপনি রাজা আপনি কাজী
আপনে তরী আপনে মাঝি, সাজের কভু অন্ত নাই ।
বহুরুপের মন মজাতে, বহুরুপী হবে সাজতে
একরুপে যার মন ভুলেছে, সে দেখে সব এক জনাই ।
পরের মতন ঘর করিয়ে, আপনি আছেন ধরা দিয়ে
দূর বটেনা পর বটে সে, মনোমোহন কয় মন তো চাই ।।