মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২০৬

এ কি হেরি চমৎকার
তোমারি বিভূতি বিশ্ব, কিছু নয় আমার ।
আমিত্ব আরোপ করি, তুমি জীব দেহধারী
তোমাতেই আমি, তুমি মায়ার বিকার ।
তোমারই এ নরলীলা, অব্যক্ত বিচিত্র খেলা
অখণ্ড কারণ সনে, কার্য ব্যাবহার ।
ঈশ্বরত্ব কোথা আর, নরত্বই গর্ভ তার
প্রকৃতি প্রসব জীব, শিবচিন্তামণি সার ।।