মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৫৮

গাঙ্গের তলায় পাখির বাসা, গাছের মাথায় জল ।
আসমানেতে ফুল ফুটেছে, পাতালেতে ফল ।
ডিম্ব আছে বাচ্চা নাই, ডাকে মধুর সুরে
হাতীর মাথায় মশা মাহুত, মার্গে আধার করে ।
রাঙ্গ দিয়ে তোর সোনার ছড়া কেড়ে নিছে সে
বট পাতাতে নাম লিখিয়া উড়াইলো বাতাসে ।
যা হতে চায় হতে দে তা, চুপ করে থাক ঘরে
আপনা ধন পরকে দিয়ে, দেখিসনা তুই ফিরে
বুঝলে পরে সোজা হইবি, মাথার বোঝা তোর
নেমে যাবে নামের গুণে, গুরুর চরণ ধর ।।