মানুষে করেনা কর্ম, শুধু ভাবে করে খেলা ।
ভাবাভাবে লেগে দ্বন্দ্ব, পাগল বানায় মানুষগুলা ।
আমি করি তুমি করো, তুমি আমি আপন পর
ভাবেরে পুতুল খেলাইছে দোল, মায়ামঞ্চ বিষম দোলা ।
ভাব আকর্ষণে শক্তি, কর্মেতে দিছে আসক্তি
যোগেতে হয় ভক্তি মুক্তি, বিয়োগে বাড়াইছে জ্বালা ।
কালী ভাব কৃষ্ণ ভাব, শিব ভাব ব্রহ্ম ভাব
ভাব বিনে কি আছে লাভ, ভাবের চাবি ব্রহ্মতালা ।
হলে পরে জ্ঞানের বৃদ্ধি, ভাবের টিপে সাধন সিদ্ধি
মনো কয় সাধকের উক্তি, ব্রহ্মাণ্ড ভাবেরই গোলা ।।