মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৮

বিষয় বাসনা যোগে আছে তব প্রেমমুখ
গরলে অমৃত রাশি উথলিয়ে দেয় সুখ ।
ঘুচাইতে মনভ্রান্তি, সংগ্রামে রয়েছে শান্তি
বিষামৃত যোগে সদা, বিতরে প্রেম আলোক ।
স্বার্থ পরার্থপরতা, সকলই সুখের বার্তা
অমৃত বরষে পিতা, নেহারি মাতার মুখ ।
প্রেম স্বার্থ সিদ্ধি ভাবে, তারি কাজে মত্ত সবে
পরার্থ পণ্ডিত ভাবে, অজ্ঞানী স্বার্থ সংযোগ ।
জ্ঞান অজ্ঞান যোগে, শুধু তাহারই শ্রীপদ মধু
লভিছে জগতবাসী, নহে কেহ পরান্মুখ ।।