শুনরে মানুষ এক অপরুপ ধ্বনি । অনাহত বীণা বাজে, দিবস যামিনী । কে বাজায় কোথা বসে, চল মন তার উদ্দেশে, গেলে পরে সেই দেশে, মিশিবে হৃদয়খানি ।।