মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪০৬

ও মন যাবে যদি ভবপারে ।
ভুলোনা তারে, যেজন সৃজন লয় করে ।
যাহার করুণা বলে, দেখরে জগতী তলে
রবি শশী গ্রহতারা, সকলে আলো বিতারে ।
অনন্ত জগত জন, পূজিবে যার চরণ
লহরে তার শরণ, যাবে তাহারি ও পদভাব
সকলই হবে সম্ভব, ভাসিবে সুখসাগরে ।
যিনি তাহারই চরণ, নাহি অন্য রত্ন ধন
বলিরে মনোমোহন, রাখো সদা অন্তরে ।।