অপরুপ রুপ অতি, হেরিয়ে সে বরণ । উল্লাসে আপনি আসে, ডাকি ব্রহ্ম সনাতন । জগতের আশে পাশে, তোমারই ছবি প্রকাশে, যেন কোটি শশী এক হইয়ে, বরষে কিরণ । যখন যেদিকে চাই, কেবলই দেখিতে পাই, বিশ্বময় দয়াময়, তোমারি প্রেমানন ।।