মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৬০

তুমি হে সকলের আদি, অনাদি পুরুষ প্রধান ।
সদা শিব নাথ তুমি, করো সতত কল্যাণ ।
নাশো হে অশান্তি রাশি, দাও শান্তি অবিনাশী
তব প্রেম অভিলাষী, বিলাসী ক্ষিতি বিমান ।
প্রকাশিয়ে কোমলতা, দাও পূর্ণ কর্মঠতা
মাখিয়ে স্নেহ মমতা, প্রেম সুধা করো দান ।
জীবনে সমরে তুমি, হও নাথ অনুগামী
সারথী বিহনে আমি, শক্তিহীন যায় প্রাণ ।
মনে পূর্ণ বল দিয়ে, আত্মভাব প্রকাশিয়ে
সতত আমার হয়ে, করো কার্য্য সমাধান ।।