মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১১৫

আমি যা হতে চাই, তাই দিবেনা, তাতেই কেবল ধরবে আড়ি ।
অপূরণ বাসনা লয়ে, আমি তো আর রইতে নারি ।
কচি কচি বেদের মেয়ে, পুতুল খেলায় আমায় লয়ে,
রুপ রঙ্গে ডালি সাজায়ে, পাগল বানায় নয়ন ঠারি ।
রসময়ীর আঁখি ঠারে, চমকিয়ে চিত্ত ঘুরে,
ধরতে গেলে আড়ে আড়ে, হেসে করে গড়াগড়ি ।
কি বালাই লেগেছে বালা, আর সহেনা দেখো জ্বালা,
হোক সে আমার গলার মালা, আমি তার হই বাঁশরী ।।