তোমার মধুর নাম যে ধরে সদা অধরে দারিদ্র দুঃখ দহনে বিপদে, তারে কি করিতে পারে । সুখে দুঃখে সমভাবে, যেজন তোমারে ভাবে কি করে তারে অভাবে, স্বভাব হীন সংসারে । শত দুঃখ উপেক্ষিত, যে তব চরণাশ্রিত না পারে দেখাতে ভয়, ভ্রুকুটি তার অন্তরে ।।