মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩১৩

মা বলে যতই ডাকি মা
ততই অভিমান বুঝি হয়গো অন্তরে ।
নহিলে জননী ক্রন্দনের ধ্বনি
শোনোনা কি তুমি কখনও কানে ।
খেয়েছো কি কান, হারায়েছো প্রাণ
অতীন্দ্রীয় তুমি ইন্দ্রিয় বিনে ।
আছো কিন্তু নাই, বলি মাগো তাই
যাহা ইচ্ছা তাহা করো এক্ষণে ।
যে ইচ্ছা আমার, সে ইচ্ছা তোমার
ইচ্ছা পূর্ণ কর যোগ মিলনে ।।