মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৬১

তার সনে মন হওরে মাখা, যেজন তোরে ভালবাসে ।
আপন হতে আপন যিনি, স্নেহ করে নির্বিশেষে ।
মনে প্রাণে দেখাদেখি, চিদানন্দে থেকে সুখি
প্রেমময়ে প্রেম কর, মনেরই অভিলাষে ।
পঞ্চপ্রেমে পঞ্চভাবে, সাধরে মন মাধবে
প্রীতিকলা পূর্ণ হয়ে, পূর্ণচন্দ্র হৃদয়াকাশে ।
যাঞ্ছা কর শিশু হয়ে, সহজ প্রেম আসিয়ে
গুরু শিষ্য স্বামী স্ত্রীতে, পূর্ণ হবে অবশেষে ।।