মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৮২

রাখাল তোমার গোপাল হতে, একটি বৎস হারিয়ে গেলে ।
তালাশ করে তুমি তারে, না নিয়ে কি যাবে ফেলে ।
স্বভাব দোষে নাচতে যেয়ে, শিশু বৎস ধেয়ে ধেয়ে
গেলে পরে পাল ছাড়িয়ে, গহন বনে পথ ভুলে ।
রাখাল তুমি সকল ছেড়ে, ব্যাকুল হয়ে ঘুরে ফিরে
দেখতে পাই আনতে তারে, আদর করে নিয়ে কোলে ।
কাছ থেকে মা গেলে দূরে, শিশু বৎস হাম্বা করে
ডাকলে তো মা আসে দৌড়ে, উচ্চ পুচ্ছ লেজ তুলে ।
আমি তোমার হারিয়ে গেছি, দূরে সরে পড়ে আছি
হাম্বা করে ডাক দিতেছি, তুমি আমার কই রইলে ।
গহন বনে একলা পড়ে, নেও আমারে তালাশ করে
মনো কয় রাখাল ভাইরে, দোষ হবে তোর না নিলে ।।