তোমার দয়াল নামের দোহাই দিয়ে ভেসেছি ভবসাগরে ।
কূল দাও কি অকূলে ভাসাও, প্রাণ সমর্পণ তোমারে ।
অকূলে তরঙ্গ দেখে, কাঁপে প্রাণ থেকে থেকে
ভয় পেয়ে তোমারে ডেকে, ডুবে কি যাইবো মরে ।
শুনিয়াছি আর্তজনে, দয়া করো নিজগুণে
তাই বড় ভরসা মনে, সাহস করি অন্তরে ।
করুণা করি কাতরে, লয়ে যাও হে কেশে ধরে
প্রভু তোমার সঙ্গে করে, একা যেতে ভয় করে ।
ভজন সাধন বিনা, ভাবছি যেতে পারবো কিনা
মনো কয় কেন পারবিনা, কত পাপী গেছে তরে ।
অসাধ্য কি নামের জোরে, সকলই হইতে পারে
আপনি গেছেন প্রকাশ করে, দোহাই দিলে যম ফিরে ।।