শোনরে সোনা শোনার শোনা, শোনা কথা একটি শোন ।
শোনাই তোরে শুনলে পরে, মুছে যাবে কালী চূণ ।
শুনছি আমি আছে শোনা, পরশেতে হয়গো সোনা
নইলে কেবল থাকলে শোনা, হয়না সোনা বলি শোন ।
সোনা ঘষা স্বভাব শীলে, মন সোনাকে দেখনা ডলে
সোনা তোমার সোনা হইলে, ধরবে তাতে সোনার গুণ ।
ভেঙ্গে গেলে চাঁদের কোণা, শোনা তো হয়না সোনা
সে কেবল শোনার শোনা, শুনে শুনে হলি খুন ।
মনোমোহন কয় ওরে সোনা, যদি তোমার থাকে শোনা
গালাইয়া লও কেলেসোনা, দিয়ে প্রেমসোহাগা জ্ঞানাগুন ।।