আয় যাবি মন দেখে আসি
জলের উপর ভাসে পদ্ম, তার উপরে হাসে শশী ।
সাড়ে তিন প্যাঁচ বেড়ার মাঝে, পৈতৃক ধনের গোলা আছে
সাপিনী তার চৌকি দিছে, নীচে গয়া গঙ্গা কাশী ।
সাপিনীর হুহুঙ্কারে, কাছে কেহ না যায় ডরে
সাপ ধরা সেই মন্ত্রের জোরে, সাহস করে খুব সাহসী ।
দাড়াইলে তার কাছে, অমনি সাপে মাথা গুজে
মনোমোহন কয় আগে পাছে, ঠিক থাকিলে মিলে হাসি ।।