মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৪৬

অকূল সাগরে ভাসিলো তরণী
অস্তমিত প্রায় নেহারি যে বেলা
গরজিছে ঘর আবরি গগন
সাথে মাত্র আমি পড়েছি একেলা ।
সঙ্গী সাথী যারা, চলে গেছে তারা
অনুকূল হাওয়াতে ভাসায়ে ভেলা
ঘোর ঘূর্ণিপাকে পড়িয়ে বিপাকে
হয়ে পড়েছিলাম আমি দিক ভোলা
বেলা অবসান, প্রবল উজান
শক্তিহীন প্রাণ করে ঝালাপালা
অকূল পাথার চৌদিকে আমার
বিভীষিকা যত করিছে খেলা ।
এক হেরি রঙ্গ, বাড়িছে তরঙ্গ
বুঝিবা ডুবায়ে দিবেরে ভেলা
এলো আমি প্রভু, করে হাবুডুবু
পার কিহে পাবো, ভাবিয়ে উতালা ।
শুকুয় দেনয় সবে তোমায় কায়
তব নামে হয় আঁধারে আলো
তাই ভাবি দিতে, এ ক্ষুদ্র শক্তিতে
করি প্রাণপণ করেছি মেলা ।
যা ইচ্ছা তোমার, জীবনে আমার
হয়ে কর্ণধার তুমি এই বেলা
করো হে পূরণ, করুণা নিধান
নমি প্রভু দাও শ্রীপদ ধূলা ।।