চাপলে কি রয় প্রাণের হাসি, ঠোটের কোণে ফুটে পড়ে ।
প্রাণ উদাসী তাই তো আসি, ভালোবাসি তোমারে ।
ঢাকলে কি রয় মনের ভাব, আপনি খোলে প্রেমের স্বভাব
প্রাণে প্রাণে মধুর টানে, আঁখির কোণে রাখে ধরে ।
দু জনাতে টানাটানি, উথলে ওঠে মনের মণি
ঝরতে থাকে চোখের পানি, প্রাণ দিলে প্রাণ দেয় ফিরে ।।