মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৪৩

অন্তরে আনন্দ সদা কৃষ্ণ কৃষ্ণ রাধা ।
রাধাকৃষ্ণ যুগলরুপ স্বভাবেতে গাঁথা ।
কালী কালী মহাকালী, নিধুবনে কৃষ্ণকালী
শিবকালী দূর্গাকালী কালরুপে বাঁধা ।
কামকালী প্রেমকালী লীলাকালী নিত্যকালী
জগৎজোড়া আঁধার কালী, কালরুপ সুধা ।
দর্শনেতে চমৎকার, একরুপে বহু আকার
কালীর কলি ফুটলে পরে, রং ধরে সে সাদা ।।