মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৫৬

তোমার এইসব ভেল্কিবাজী, বুঝে ওঠা ভার ।
তুমি ভেল্কি দিয়ে জগৎ ভুলাও, হাতে লয়ে জীয়ার হার ।
খেমটা খেয়াল আদ্ধা চৌতাল, ঠেস কাওয়ালী ঠুংরী ধামাল
তাল বাজায়ে সামাল সামাল, বাহবাতে দাও চীৎকার ।
কখন মারো কখন বাঁচাও, কাঠের পুতুল কলে নাচাও
কখন ছুটাও কখন হটাও, আজগুবি আজব ব্যাপার ।
কখন রোগী কখন ওঝা, কখন বেকা কখন সোজা
যায়না তোমার স্বভাব বোঝা, আত্মারাম সরকার ।
ভেল্কি ভাঙ্গা মন্ত্র আছে, শিখলে তাই ওঝার কাছে
সব দেখে সেই মিছে মিছে, পিছে নাচে খেলোয়ার ।
ভোজরাজা আর ভানুমতি, ভেল্কি খেলায় দিবারাতি
মনোমোহন কয় খড়ি পাতি, ধান্ধাবাজী এ সংসার ।।