কার ভরসা করো রে ভাই, ও সাধু বেপারী ।
মন তো আপনা নয়, করে ঝাকা জোড়ি ।
গুরু তো আপনা নয়, না কয় তত্বকথা
স্ত্রী তো আপন নয়, না নেয় মর্ম ব্যাথা
কুটুম্ব তো আপন নয়, চায় টাকা কড়ি
বাড়ি তো আপনা নয়, পড়ে রবে ছাড়া
পুত্র তো আপনা নয়, নাহি দিবে সাড়া
দেহ তো আপনা নয়, কীসের বাহাদূরী ।
ধন তো আপনা নয়, সঙ্গে নাহি যাবে
বন্ধু তো আপন নয়, কথা নাহি কবে
দিন থাকিতে মনোমোহন কয় চেনো আসল বাড়ি ।।