ধর ধর তোর পোষা পাখি, যেতে দিসনা তারে উড়ি ।
ভক্তি ফাদে ফাদ পাতিয়ে, আঁখিতে লাগায় ডুরি ।
চায় যদি সে ফাকি দিতে, ভুলিসনা তুই তার ফাকিতে,
সে যা বলে করিসনা তাই, তবেই ভাই রবে পড়ি ।
ছটফটাবে যতই সে, থাকিসনা তুই তাহার পাশে,
আড়াল থেকে দেখবি কেবল, পাগল নাচে কেমন করি ।
সায় দিবিনা তার কৌশলে, চলবি কেবল উল্টা কলে,
মনোমোহন কয় তাহা হইলে, অবহেলে যাবি সারি ।।