মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৭৯

হুকুমে আইছো রে বান্দা তলবে তালাশ ।
হায়াতে মউতে করে একই ঘরে বাস ।
পিতার মস্তকে ছিলি, মায়ের উদরে আইলি
জনম লইলি যে তার, করলেনি নিকাশ ।
জরু লাড়কা জমিদারী, পেয়ে হইলে বেহুইশারী
মজা মারলি দিন দুই চারি, গলায় লইয়া ফাঁস ।
কেরামিন কাতেবিন কান্ধে, হর রোজের হিসাব বান্ধে
মন তুমি ঠেকেছো ফাঁদে, দেখিনা খালাস ।
দমের উপর বাড়িঘর, দম ছাড়িলে সকল পর
কে লইবে কার খবর, কবরে নিবাস ।
কেয়ামতে কবরে ভাই, কেহ কারো বন্ধু নাই
কি করে আলেক সাঁই, আপতাবের তরাস ।
সেলাম বন্দেগী করে, মুরশিদের পায়ে ধরে
গাফুরে রেহমান তারে করবেনি খালাস ।
সময়ে সকলই হয়, অসময়ে কেহ নয়
রোজগারের সময় করে, ভাইয়েরা তালাশ ।
আখেরে দুনিয়া ফানা, দেখিয়ে কান্দেরে মনা
সময় থাকিতে কর জমিন মিরাস ।।