এসে আমি ছিলাম ভালো, এখন বড় লাগে ভয় ।
যারা আদর করে কোলে নিতো, তারা কেন কুকথা কয় ।
লেখাপড়া শিক্ষা করে, বিঘা আমার গেছে বেড়ে
বুদ্ধির জোরে কৌশল করে, যারে তারে করছি জয় ।
একথা সেকথা বলি, যারে তারে দিচ্ছি গালি
দীন হীনকে পদে দলি মুখে সদাশয় ।
ছেলের বিয়ে বড় ঘরে, মিথ্যার জোরে মামলা করে ।
দালান দিছি কুড়েঘরে, আমার মত কেহ নায় ।
গরীব বেটা খেতে পায়না, তবু বলি সুদ দেয়না
ডিক্রি জারির পরোয়ানা তার বাড়িতে জারি হয় ।
বেড়ে গেছে বড় পশার, রায় চৌধুরী খেতাব আমার
তার মুখে মারি পয়জার, যে মোরে বুদ্ধিমান কয় ।
থাকলে বুদ্ধি দেখতাম চেয়ে, শিশুর মত থাকতাম হয়ে
মনো কয় ভাই বুদ্ধি খেয়ে, একালে বুদ্ধিমান হয় ।।